ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেনের আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ৮ আগস্ট ২০২৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোসাদ পোকরোভস্কের আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন।

সোমবার হামলার এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পাঁচতলা ভবনটির উপরতলা ক্ষতিগ্রপ্ত হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ­াদিমির জেলেনস্কি ও স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, প্রথম হামলায় চারজন বেসামরিক নাগরিক এবং দ্বিতীয় হামলায় জরুরি পরিষেবার একজন কর্মকর্তা নিহত হন। 

আহতদের মধ্যে রয়েছেন ১৯ জন পুলিশ কর্মকর্তা, পাঁচজন উদ্ধারকারী ও একজন শিশু। স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে উদ্ধারকারী দল। 

হামলার বিষয়ে বিস্তারিত কিছু বলেনি রাশিয়া।

পোকরোভস্কে শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরের প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ওই এলাকাটি রুশ বাহিনীর দখলে রয়েছে। 

এর আগে গত ৩১ জুলাই ইউক্রেনের ক্রিভি রি শহরে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। রাশিয়ার জোড়া মিসাইলের আঘাতে দশ বছর বয়সী এক শিশু ও তার মাসহ নিহত হয় অন্তত ৫ জন। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি