ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান: বিবিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৭ নভেম্বর ২০২৩

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) দাবি করেছে, ইউক্রেনের কাছে পাকিস্তানের অস্ত্র বিক্রির প্রমাণের নথি রয়েছে তাদের কাছে। পাকিস্তান ধারাবাহিকভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

বিবিসি উর্দু তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ২০২২ সালের ১২ আগস্ট ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমির পাসিং আউট কুচকাওয়াজে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, পাকিস্তান-যুক্তরাজ্য সম্পর্ককে 'ঐতিহাসিক উচ্চতায়' পৌঁছাছে। একটি ব্রিটিশ সামরিক কার্গো বিমান রাওয়ালপিন্ডির পিএএফ ঘাঁটি নূর খানে অবতরণ করেছে। ভবিষ্যতে, বিমানটি একই ঘাঁটিতে আরো পাঁচবার অবতরণ করবে। 

প্রতিবেদনে বলা হয়, প্রতিবারই ঐ বিমানটি নূর খান বিমানঘাঁটি থেকে সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি আক্রোতিরির দিকে উড়ে গিয়েছে এবং তারপর রোমানিয়ায় চলে যায়। ঘটনাটি এমন সময় ঘটছে যখন রাশিয়া রোমানিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেনে যুদ্ধ করছিল।

পাকিস্তান বারবার ইউক্রেনে পাকিস্তানি অস্ত্রের উপস্থিতি অস্বীকার করেছে। পাকিস্তান পররাষ্ট্র দপ্তর বলেছে, রাশিয়া-ইউক্রেন সংঘাতে পাকিস্তান সম্পূর্ণ নিরপেক্ষ। প্রতিবেদনে বলা হয়, বিবিসির কাছে থাকা নথিতে দেখা যায়, ২০২২ সালের আগস্টে পাকিস্তান দুটি বেসরকারি মার্কিন সামরিক কোম্পানির সঙ্গে ৩৬ কোটি ৪০ লাখ ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, বিবিসির গবেষণা অনুযায়ী, 'গ্লোবাল মিলিটারি' এবং 'নর্থ্রপ গ্রুম্যান' নামের দুটি মার্কিন কোম্পানি ১৫৫ মিলিমিটার শেল কেনার জন্য পাকিস্তানের সঙ্গে দুটি চুক্তি করেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রকিউরমেন্ট ডেটা সিস্টেম থেকে প্রাপ্ত চুক্তির বিবরণ থেকে এটি স্পষ্ট যে এই অস্ত্রগুলি (১৫৫ মিমি শেল) পাকিস্তান থেকে কেনা হয়েছিল। উভয় চুক্তি ১৭ আগস্ট, ২০২২ এ স্বাক্ষরিত হয়েছিল। এই বছরের অক্টোবরে এই মেয়াদ শেষ হয়েছে।
এই চুক্তিগুলি বিশেষত ১৫৫ মিমি শেলের জন্য ছিল। গ্লোবাল মিলিটারিকে ২৩২ মিলিয়ন ডলার এবং নর্থ্রপ গ্রুম্যানকে ১৩১ মিলিয়ন ডলারের চুক্তি দেওয়া হয়েছিল।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি