ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে রুশ হামলা
প্রকাশিত : ১৬:৪৪, ৯ মার্চ ২০২৩
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ ও দক্ষিণাঞ্চলীয় ওডেশা অঞ্চল লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন।
গত কয়েক মাস ধরে রাশিয়া ইউক্রেনের সেবা সরবরাহকে বাধাগ্রস্ত করতে গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
খারকিভের গভর্ণর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, শত্রুরা এ অঞ্চলে প্রায় ১৫ বার হামলা চালিয়েছে। দখলদাররা আবারো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্ত বানিয়েছে।
তিনি আরো বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে খারকিভের বেসরকারি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে খারকিভ শহরের মেয়র ইগোর তেরেখোভ বলেছেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় শহরের কিছু অংশে সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
ওডেশা অঞ্চলের গভর্ণর মাকসিম মার্চনেকো বলেছেন, এ অঞ্চলের জ¦ালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে আবাসিক ভবনসমূহ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সৌভাগ্যক্রমে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: বাসস
এমএম/
আরও পড়ুন