ঢাকা, বুধবার   ১২ ফেব্রুয়ারি ২০২৫

ইউনানী চিকিৎসার উন্নয়নে সরকারকে আরও উদ্যোগ নেয়ার আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, ইউনানী হলো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। এর মাধ্যমে প্রতিবছর বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশেরে কোটি মানুষ বিভিন্ন রোগ থেকে শেফা লাভ করছে। এ চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকারকে আরো উদ্যোগ নিতে হবে।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে "বিশ্ব ইউনানী দিবস-২০২৫" উদযাপন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন। 

‘বিশ্ব ইউনানী দিবস-২০২৫’ উদযাপন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করেন প্রাচীন ও চিরায়ত চিকিৎসা ব্যবস্থায় অগ্রগামী জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাচি’ এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাচি’র স্থায়ী কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট শফিকুর রহমান এবং  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মুনাওয়ার হুসাইন কাজমী, একাডেমিক চেয়ার (গভঃ অফ ইন্ডিয়া স্পন্সরড), হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। আরো উপস্থিত ছিলেন ডাক্তার নাদিরা এমএইচ কাজমী, বিইউএমএস (মুম্বাই বিশ্ববিদ্যালয়), ইন্ডিয়া। 

আরও উপস্থিত ছিলেন প্রাচি’র সভাপতি হাকীম ও কবিরাজ মোাম্মদ আব্দুর রহমান, প্রাচি’র সাধারণ সম্পাদক হাকীম মোঃ কামরুজ্জামান, প্রাচি’র স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র কবিরাজ মোখলেসুর রহমান, প্রাচি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাকীম মোহাম্মদ শামীম প্রমুখ।

অনুষ্ঠানে ৯ জন দেশবরেণ্য ইউনানী চিকিৎসক ও ২ জন আয়ুষ (ভারত) এর প্রতিনিধি ইউনানী চিকিৎসককে সম্মাননা প্রদান করা হয়।

চিকিৎসকরা হলেন-

১. শেফাউল মুলক হাকীম হাবিবুর রহমান-(ইউনানী চিকিৎসা বিজ্ঞানের সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় মরণোত্তর সম্মাননা) ।
২. রঈসুল-আতিব্বা হাকীম মাওঃ মোঃ সিরাজুদ্দিন-(ইউনানী চিকিৎসা সেবা দানে বিশেষ অবদান রাখায় মরণোত্তর সম্মাননা)।
৩. শাইখুল-আতিব্বা হাকীম হাফেজ আজীজুল ইসলাম-(ইউনানী চিকিৎসা বিজ্ঞানে মৌলিক গ্রন্থ রচনা ও সম্প্রসারণে অবদান রাখায় মরণোত্তর সম্মাননা)।
৪. হাকীম সৈয়দ আজীজুল হক-(ইউনানী চিকিৎসা বিষয়ক শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় মরণোত্তর সম্মাননা)।
৫. হাকীম মোহাম্মদ ইব্রাহীম-(ইউনানী চিকিৎসা সেবা ও ঔষধ উদ্ভাবনে বিশেষ অবদান রাখায় মরণোত্তর সম্মাননা)।
৬. বাবায়ে তিব্ব হাকীম সাইয়্যেদ আহছান উল্লাহ-(ইউনানী চিকিৎসা বিষয়ক শিক্ষকতা ও লেখক হিসেবে অবদান রাখায় মরণোত্তর সম্মাননা)।
৭. হাকীম ফয়জুল ইসলাম নাবাতাতী-(ইউনানী চিকিৎসা সেবা ও শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় মরণোত্তর সম্মাননা)।
৮. হাকীম এম এ করিম সিদ্দিকী-(ইউনানী চিকিৎসা বিষয়ক শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা)।
৯. হাকীম এম এ কালাম পাটোয়ারি-(ইউনানী চিকিৎসা বিষয়ক গ্রন্থ রচনায় বিশেষ অবদান রাখায় সম্মাননা)।
১০. প্রফেসর ডাঃ মুনাওয়ার হুসাইন কাজমী- (ইউনানী চিকিৎসা বিজ্ঞানে শিক্ষকতা ও রিসার্চ এ বিশেষ অবদান রাখায় সম্মাননা)।
১১. ডাঃ নাদিরা এমএইচ কাজমী- (ইউনানী চিকিৎসা বিজ্ঞান ইন্টিগ্রেটিভ হেল্থ সলুসান এর জন্য সম্মাননা)।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি