ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইউনিসেফের ‘সেলিব্রিটি অ্যাডভোকেট’ তৃষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২১ নভেম্বর ২০১৭

তৃষা কৃষ্ণন। যাকে এতো দিন মডেল বা অভিনেত্রী হিসেবেই চিনতেন দর্শকরা। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি তৃষা হিসেবেই বেশি পরিচিত। মডেলিং, অভিনয় তো আছেই এবার তিনি নতুন দায়িত্বে অংশ নিলেন। ইউনিসেফ-এর ‘সেলিব্রিটি অ্যাডভোকেট’-এর দায়িত্ব পেলেন তিনি। শিশু সুরক্ষা, শিশুদের অধিকার, বাল্যবিবাহ রোধ, শিশু শ্রমিকদের রক্ষা নিয়েই কাজ করবেন তিনি। মূলত তামিলনাড়ু ও কেরলে কাজ করবেন অভিনেত্রী।

এ বিষয়ে তৃষা বলেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। অনেক ব়ড় দায়িত্ব। শিশুদের সুরক্ষার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত।’

তৃষা আরও জানান, ‘বড়পর্দায় যাঁদের দেখতে পাওয়া যায়, তাঁদের কথা শুনতে শিশুরা পছন্দ করে। ফলে সেটা তাঁর সুবিধে হবে। তাছাড়া শুধু বড় শহর নয়, প্রত্যন্ত এলাকায় গিয়ে শিশুদের সঙ্গে কথা বলে ওদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।

আগামী জানুয়ারিতে তৃষার একটি মালয়লম সিনেমা মুক্তি পাবে। শুটিং সামলে এই নতুন দায়িত্ব কিভাবে পালন করবেন এ প্রসেঙ্গ তৃষা জানান, ‘ফিল্ম নিয়ে আমি ব্যস্ত থাকি এটা ঠিক। তবে মাসে ২০ দিনের বেশি শুটিং করি না। হাতে আরও ১০ দিন থাকে। আমার টিমের সঙ্গে বসে পরিকল্পনামাফিক সব কাজ সামলে নেব।’

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি