
ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জি এম কাদের।
দলের বনানী কার্যালয়ে এক সংবাদে সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনে প্রার্থীদের ওপর হামলা ও হুমকিরও অভিযোগ করেন জি এম কাদের। স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন ব্যহত হওয়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন তিনি। এসময় জাতীয় পার্টির একটি অংশের নিয়ন্ত্রন দলের কারো নেই বলেও জানান পার্টির কো-চেয়ারম্যান। এদিকে আগামী ১৪ই মে দলের ৮ম কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রহুল আমিন হাওলাদার।