ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ব্যাস্ত বান্দরবান ও খাগড়াছড়ির প্রার্থীরা

প্রকাশিত : ০৯:২৩, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:২৩, ২১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ঘনিয়ে আসায় দম ফেলার ফুসরত নেই পার্বত্য জনপদ বান্দরবান ও খাগড়াছড়ির জেলার প্রার্থীদের। দিন-রাত এক করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্র“তি। তবে দলীয় বিবেচনা না করে, সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। তৃতীয় দফায় ২৩ এপ্রিল বান্দরবানের ৬টি উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ভোট সামনে রেখে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। নির্বাচনী এলাকা ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের গণসংযোগ। উন্নয়নের নানা প্রতিশ্র“তি দিয়ে ভোটারদের কাছে ছুটছেন তারা। এবারই প্রথম চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হওয়ায় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মাঠে সক্রিয়। তবে দলকে প্রাধান্য না দিয়ে যোগ্য প্রার্থীকেই পছন্দের তালিকায় রেখেছেন ভোটাররা। নির্বাচন নির্বিঘœ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন নির্বাচনী কর্মকর্তা। এদিকে খাগড়াছড়ির ৩২টি ইউনিয়ন পরিষদের প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। চেয়ারম্যান পদে লড়ছেন ১শ’ ৩৫ জন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীই। সুখে-দুঃখে সাড়া দেবে এমন প্রার্থীকেই বেছে নেয়ার কথা বলছেন ভোটাররা। নির্ভয়ে যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি