ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউনূস-মোদি বৈঠক আশার আলো তৈরি করেছে: ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটিকে দুই দেশের জন্য ‘আশার আলো’ হিসেবে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের পতন ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালানোর প্রায় ৮ মাস পর দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আজ প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক হলো।

বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিমসটেকে সাইডলাইন বৈঠক হয়েছে। এটা খুব আনন্দের কথা। আমরা মনে করি, ভূ-রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ-ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠক সামনে আশার আলো তৈরি করছে।

বিএনপি মহাসচিব বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস (তিক্ততা) তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা যেন আর বেশি সামনে না যায় বা এটা যেন কমে আসে সেটার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমি যতদূর দেখেছি, তাতে আমার মনে হয়েছে এ ব্যাপারে দুজনই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের ও ভারতের জনগণকে অর্থাৎ দুই দেশের মানুষের উপকার করবে।

বিএনপি মহাসচিব আজ গুলশানে চেয়ারপারসনে কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনের কর্মকর্তা, সংগঠন ও ক্রীড়াবিদদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

বিএনপি মহাসচিব জানান, ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং কীভাবে এর উন্নতি করা যায় তা নিয়ে আলাপ হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি