
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়। বৈঠকে মনোনয়ন বোর্ড সদস্যরা ছাড়াও দলের সংসদীয় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হয়। নির্বাচন সুষ্ঠু করতে দলের স্থানীয় নেতাদের ভূমিকা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।