
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান পদ প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় গণভবনে এই বৈঠক হয়। সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে মনোনয়ন বোর্ড সদস্যরা ছাড়াও দলের সংসদীয় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ২২ মার্চ প্রথম ধাপে সাতশ বাহান্নটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরআগে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের জন্য দুই কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।