
ইউপি নির্বাচনের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, নির্বাচনে কোন সচ্ছতা বা গ্রহণযোগ্যতা নেই- এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
শনিবার রংপুর পাবলিক লাইব্রেরী হলে সুজন আয়োজিত গোল টেবিল বৈঠক শেষে তিনি আরো বলেন, বিগত দু দফা ইউপি নির্বাচনকে বাধার কারণে অনেক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করতে পারেনি। অনেকে ভোট কেন্দ্রে ব্যাপক করচুপি, অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে। সুজন সম্পাদক আরো বলেন, তৃতীয় দফার নির্বাচনে এমন পরিনতি হলে নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে পড়বে এবং জনগণ আস্থা হারিয়ে ফেলবে।