ইউরো ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ফ্রান্সে আবারও সন্ত্রাসী হামলার আশংকা
প্রকাশিত : ১০:৫৫, ১ জুন ২০১৬ | আপডেট: ১০:৫৫, ১ জুন ২০১৬
আগামী মাসে ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ফ্রান্সে আবারও সন্ত্রাসী হামলার আশংকা করছে যুক্তরাষ্ট্র।
আগামী ১০ই জুন থেকে ১০ই জুলাই পর্যন্ত ফ্রান্সের ১০টি ভেন্যুতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের ধারণা, হামলার জন্য এ ধরনের অনুষ্ঠানকে টার্গেট করতে পারে সন্ত্রাসীরা। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। যদিও ফুটবল টুর্নামেন্টকে ঘিরে নিরাপত্তা আরো জোরদার করেছে ফ্রান্স। অ্যান্টি ড্রোন টেকনোলজির পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৯০ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী। গেল বছরের নভেম্বরে প্যারিস হামলার পর থেকেই দেশটিতে জরুরী অবস্থা জারি রয়েছে। বিভিন্ন দেশের প্রায় আড়াই কোটিরও বেশি মানুষ এ টুর্নামেন্ট দেখতে আসেন।
আরও পড়ুন