ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউরোপা লিগ জয় করতে চান ডি মারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ১০ মে ২০২৩

Ekushey Television Ltd.

আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করুক বা না করুক, মৌসুম শেষে জুভেন্টাস ছেড়ে যাবার কোন ইচ্ছা তার নেই। যতটুকু সম্ভব সেরা অবস্থান নিয়েই ঘরোয়া মৌসুম শেষ করতে চান তিনি। 

সেভিয়ার বিপক্ষে আসন্ন ইউরোপা লিগের সেমি ফাইনালের প্রথম লেগ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন এই উইঙ্গার বলেন তুরিনের জীবন আশানুরুপ ছিল না। কিন্তু সময় যত গড়িয়েছে ততই আত্মবিশ্বাস খুঁজে পেয়েছেন। 

নিজেকে ফিরে পাবার পুরো কৃতিত্বই জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে দিয়েছেন বিশ্বকাপ জয়ী ওই তারকা। যিনি তাকে ক্রমেই স্কোয়াডে মানিয়ে নিতে সহায়তা করার পাশাপাশি সিরি এ’ লিগের চ্যালেঞ্জ গ্রহনে পারদর্শী করে তুলেছেন।

ডি মারিয়া বলেন,‘ আমি অনেক সেরা কোচের সহায়তা পেয়েছি। তবে আলেগ্রির সঙ্গে আমি বেশ খুশি আছি। তিনি  বিশেষ এক কোচ। তিনি আমাদেরকে অনেক কাজ করতে শিখিয়েছেন তবে ভিন্ন পন্থায়, যেটির সঙ্গে এর আগে আমার পরিচয় ঘটেনি। এখন আমি নিজেকে গড়তে পারছি এবং আশা করছি আমি ভালো অবস্থানে পৌঁছে যাব। 

বাস্তবতা হলো শুরুতে আমাকে কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমি ইনজুরিতে পড়েছিলাম এবং নিজের শতভাগ দিতে পারিনি। এতে নিজের যোগ্যতা প্রমান করা কঠিন হয়ে উঠেছিল। এখন আমি এই কোচের সঙ্গে কাজ করতে শুরু করেছি এবং অনেক বেশী আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। এখন আরো জয় পেতে হবে এবং সমর্থকদের জন্য হলেও আমাদেরকে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে হবে।’

আগামী মৌসুমেও আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে চায় কিনা প্রশ্ন করা হলে জবাবে ডি মারিয়া বলেন,‘ দল (আগামী) চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারুক বা না পারুক আমার মনের কোন পরিবর্তন হবে না।’

এখনো জয় করতে না পারা ইউরোপা লিগের ট্রফি জয়ের সম্ভাবনা কতটুকু জানতে চাইলে ৩৫ বছর বয়সি আর্জেন্টাইন তারকা বলেন,‘এটি সত্যি যে এরআগে একবার শুধু বেনফিকার হয়ে আমি এই ট্রফির লড়াইয়ে অংশ নিয়েছি।  ট্রফিটি আমি সত্যি মিস করছি। আমি এখন এটি জয়ের দিকেই বেশী মনোযোগী। আমার কাছে সব ট্রফিই গুরুত্বপূর্ণ। ’

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি