ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

ইকামা ফি মওকুফসহ বিশেষ প্রণোদনা ঘোষণা সৌদির

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ২১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ৭০ বিলিয়ন রিয়ালের প্রণোদনা ঘোষণা দিয়েছে সৌদি সরকার। ক্ষয়ক্ষতির পরিমাণ ও ভবিষ্যতে সম্ভ্যাব্য ক্ষতির হিসাব নির্ধারণ করতে মন্ত্রী পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে দেশটিতে। ১৮টি মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ প্রতিদিন এ বিষয়ে করণীয় নির্ধারণ করবে।

এছাড়াও এই মুহূর্তে বেশ কিছু ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদি প্রশাসন। তন্মধ্যে উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহের মিউনিসিপালিটি কর আগামী তিন মাসের জন্য মওকুফ।

এছাড়া আগামী তিন মাসের জন্য আমদানি পন্যের উপর শুল্ক মওকুফ, তিন মাসের জন্য ব্যবসায়ীদের আয়কর ও ভ্যাট প্রদান মওকুফ করা হয়েছে। এসএমই খাতে আর্থিক প্রণোদনা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

যেসব কোম্পানির কর্মীদের ইকামার মেয়াদ এক্সপায়ার (উত্তীর্ণ) হয়েছে, তাদের ইকামার ফি মেয়াদ শেষ হওয়ার পর হতে ৩০ জুন ২০২০ পর্যন্ত মওকুফ এবং কফিল তা ৩০ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আবেদন করার সুযোগ পাবেন।

বিভিন্ন ফি না দেয়ার কারণে যেসব কোম্পানির আইডি সার্ভিস (খেদমাত) বন্ধ হয়েছে, তাদের সার্ভিস পুনরায় ওপেন করা হবে।

যেসব কর্মীদের এক্সিট রি-এন্ট্রি ভিসা দেয়ার পরও করোনার কারণে যারা যেতে পারেনি, তাদের জন্য আরও তিন মাসের এক্সিট রি-এন্ট্রি ভিসা প্রদান করা হবে বিনা ফিতে।

নতুন কর্মী আনয়নের জন্য ভিসা উত্তোলন করে থাকলে এবং করোনার কারণে কর্মী আনতে না পারলে প্রদত্ত ভিসা ফি ফেরত নিতে পারবে।

ভিসা স্ট্যাম্প হয়ে থাকার পরও কর্মী আসতে না পারলে, তাদের পুনরায় বিনা ফিতে ভিসা স্ট্যাম্পিং করার সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, এই পর্যন্ত সৌদি আরবের ২৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তন্মধ্যে ৮ জন সুস্থ হয়ে নিজ বাসায় ফিরে গেছেন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি