ইচ্ছে পূরণের মেলা সম্পন্ন
প্রকাশিত : ১২:৫১, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৩:১৮, ১৪ মে ২০১৭
গাইবান্ধায় শেষ হলো মাসব্যাপি ইচ্ছে পূরণের মেলা। মীরের বাগান মাজার শরীফকে কেন্দ্র করে ইচ্ছে পূরণ মেলায় প্রতিবছরের মত এবারেও কমতি ছিলো না ভক্তদের ।
১০১১ সালে শাহ সুলতান গাজী, মীর মোশারফ হোসেন, শরফুদ্দিন হোসেন ধর্ম প্রচারের উদ্দেশে ইরাক থেকে এখানে আসেন। সেসময় ধর্ম প্রচারের উদ্দেশ্যে কাজ করতেন তারা। তাদের মৃত্যুর পর এখানেই সমাহিত করা হয়। পরবর্তীতে মাজারটি ইচ্ছে পুরণের মাজার নামে পরিচিতি লাভ করে। প্রচলিত আছে যেকোন কঠিন রোগ, বিপদ, আপদ থেকে মুক্তি, পারিবারিক শান্তি ও সন্তান লাভের আশায় মাজারে সিন্নি দিলেই আশা পুরন হয়। প্রতি বছরই বৈশাখ মাসে মাজার ঘিরে ইচ্ছে পুরণে মেলা বসে।
আরও পড়ুন