ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদ অনুসারীরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সাদ কান্ধলভী’র অনুসারীরা।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা। 

এসময় গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক  মো. ওয়াহিদুজ্জামান হোসেন জানান, প্রথম পর্বের ইজতেমা শেষে এখন  মাওলানা স্বাদ কান্ধলভীর অনুসারীদের কাছে আজকে ময়দান হস্তান্তর করা হল। 

সাদ অনুসারীরা আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারির ইজতেমার তাদের পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি ময়দান হস্তান্তর করবেন বলে জানান তিনি।

ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, মাওলানা সাদ কান্ধলভী অনুসারীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি