ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪

ইজতেমা ময়দানে মুসুল্লীদের ঢল, পাঁচস্তরের নিরাপত্তা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৪

বিশ্ব ইজতেমা আয়োজনে প্রস্তুত টঙ্গীর তুরাগতীর। এরই মধ্যে ইজতেমা ময়দানে ঢল নেমেছে মুসুল্লীদের। ইজতেমা ময়দান ও প্রবেশপথসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। পাঁচস্তরের নিরাপত্তায় রয়েছেন পুলিশ-র‌্যাবের ছয় হাজার সদস্য। 

শুক্রবার থেকে শুরু প্রথম পর্বের তিনদিনের বিশ্ব ইজতেমা। জেলাভিত্তিক ১০২টি খিত্তায় অংশ নিচ্ছেন জোবায়ের অনুসারীরা। একই স্থানে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন সা’দ অনুসারীরা।

প্রথম পর্বে অংশ নিতে এরইমধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন। বাস, ট্রাকযোগে আসছেন তারা। 

বিশ্ব ইজতেমা ময়দান প্রাঙ্গনে ৩১টি তিন তলা বিল্ডিংয়ে প্রায় ৯ হাজার টয়লেটসহ ১৮টি গভীর নলকূপের মাধ্যমে সার্বক্ষণিক ২০ লাখ লিটার বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৬০টি ওজুখানা নির্মাণ করা হয়েছে। 

সার্বিক আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থায় খুশি মুসুল্লিরাও। 

পর্যাপ্ত পর্যবেক্ষণ টাওয়ারসহ ইজতেমাস্থলে রয়েছে র‌্যাব-পুলিশের পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাবের হেলিকপ্টার টহলসহ সার্বক্ষণিক মনিটরিংসহ পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম।

ইজতেমা সফলে আরও বেশকিছু নির্দেশনাও জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি