ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ইজতেমার জন্য ৫০টি বাস দিচ্ছেন ডিপজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৩৮, ৯ জানুয়ারি ২০১৮

এ বছরের বিশ্ব ইজতেমা প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৪ জানুয়ারি। এর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ১৯ থেকে ২১ জানুয়ারি। ইজতেমার যাত্রীদের আসা যাওয়ার জন্য এবার চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে ৫০টি বাস দেবেন।  

এ বিষয়ে মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘আমার অনেক বেশি বাস দেওয়ার ইচ্ছে থাকলেও দিতে পারছি না। কারণ আমি এক সঙ্গে ৮৮টি বাস বিক্রি করে দিয়েছি। এবার আমি ৫০ টি বাস দিতে পারছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরো বেশি বাস দিতে পারলে ভালো হতো।’

উল্লেখ্য, এর আগের বছর ডিপজল ১৯৫টি বাস দিয়েছিলেন। যার ফলে দূর দূরান্ত থেকে মানুষ সহজে ইজতেমায় অংশ নিতে পেরেছিল। এবার বাস বিক্রি করে দেয়ায় কিছুটা তার মন খারাপ।

 

এসি/ টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি