ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
প্রকাশিত : ১২:৪৩, ১৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩২, ২০ জানুয়ারি ২০১৮
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগমীকাল শুক্রবার। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন রাজধানী ঢাকাসহ ১৬টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আয়োজক কমিটির পক্ষ থেকে ইজতেমায় আগত মুসল্লিদের খিত্তাওয়ারি অবস্থান নিতে অনুরোধ করা হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমায় মুসল্লিদের অংশ নেওয়ার জন্য জেলাওয়ারি পুরো প্যান্ডেলকে ২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে।
খিত্তা অনুযায়ী এসব জেলাগুলো হচ্ছে- ১নং খিত্তায় ঢাকা-০১, ২নং খিত্তায় ঢাকা-০২, ০৩ নং খিত্তায় ঢাকা-০৪, ৪নং খিত্তায় ঢাকা-১৯, ৫নং খিত্তায় ঢাকা-২০, ৬নং খিত্তায় ঢাকা-২১, ৭নং খিত্তায় ঢাকা-০৩, ৮নং খিত্তায় ঢাকা-২৩, ৯নং খিত্তায় ঢাকা-২২, ১০নং খিত্তায় ঢাকা-০৬, ১১নং খিত্তায় জামালপুর-০১, ১২নং খিত্তায় জামালপুর-০২, ১৩নং খিত্তায় ফরিদপুর, ১৪নং খিত্তায় কুড়িগ্রাম, ১৫নং খিত্তায় ঝিনাইদহ, ১৬নং খিত্তায় ফেনী, ১৭নং খিত্তায় সুনামগঞ্জ, ১৮নং খিত্তায় ঢাকা-০৭, ১৯নং খিত্তায় ঢাকা-০৫, ২০নং খিত্তায় চুয়াডাঙ্গা, ২১ নং খিত্তায় কুমিল্লা-০১, ২২নং খিত্তায় কুমিল্লা-০২, ২৩নং খিত্তায় রাজশাহী-০১, ২৪নং খিত্তায় রাজশাহী-০২, ২৫নং খিত্তায় খুলনা-০১, ২৬নং খিত্তায় ঠাকুরগাঁও, ২৭নং খিত্তায় খুলনা-০২ ও ২৮নং খিত্তায় পিরোজপুর জেলার মুসল্লিরা অবস্থান নেবেন।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার পর চার দিন বিরতি দিয়ে আগামীকাল ১৯ জানুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম বিশ্ব ইজতেমা।
উল্লেখ্য, ইজতেমা ময়দানে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
একে//এসএইচ