ইজতেমায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলবে
প্রকাশিত : ১৭:১৩, ১৯ জানুয়ারি ২০২৩
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার ২য় পর্বের আখেরী মোনাজাত উপলক্ষ্যে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্তরা উত্তরমেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলাচল করবে।
যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দু'টিতে এমআরটি পাস বিক্রয় বন্ধ থাকবে।
এসি
আরও পড়ুন