ইজেড স্থাপনে যোগ্যতা সনদ পাচ্ছে হামিদ গ্রুপ
প্রকাশিত : ১৮:৫১, ২৬ ডিসেম্বর ২০১৮
দেশে সরকারি অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) পাশাপাশি বেসরকারি ইজেড উন্নয়নের কাজও এগিয়ে চলছে। বেসরকারি ইজেড স্থাপনে বিনিয়োগে যাচ্ছে দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠী। ইতিমধ্যে ১৮টি বেসরকারি ইজেডকে প্রাক-যোগ্যতা সনদ দেওয়া হয়েছে, যার মধ্যে ৭টি ইজেড চূড়ান্ত সনদ পেয়েছে। নতুন করে আরও ৩টি ব্যবসায়িক গ্রুপকে প্রাক-যোগ্যতা সদন দেওয়া হচ্ছে। এর মধ্যে হামিদ গ্রুপের হামিদ অর্থনৈতিক অঞ্চলকে প্রাক-যোগ্যতা সনদ দেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
হামিদ গ্রুপের চেয়ারম্যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আবাসন, নির্মাণ, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে এ গ্রুপের।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নারায়ণপুর ও খাগাদীপাড়া মৌজায় ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে ১৫৩ একর জমিতে গড়ে তোলা হবে হামিদ অর্থনৈতিক অঞ্চল। এর উন্নয়নে বিনিয়োগের প্রাক্কলন করা হয়েছে এক হাজার ৩৪৪ কোটি টাকা। এখানে প্রাথমিকভাবে ৬৭টি শিল্প প্লট করার পরিকল্পনা রয়েছে।
তৈরি পোশাক ও বস্ত্র, হালকা প্রকৌশল, গাড়ি, ওষুধ, প্লাস্টিক, সিরামিক, খাদ্য প্রক্রিয়াজাত কারখানা, ফার্নিচার, প্রসাধনী, রাসায়নিক পণ্য, চামড়াজাত পণ্যসহ নানা শিল্প-কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে। ঢাকা থেকে এর দূরত্ব ৭৬ কিলোমিটার। আবার আখাউড়া ও হিলি স্থলবন্দর থেকেও দূরত্ব ৭৬ কিলোমিটার। মাত্র ৩০ কিলোমিটার দূরে ময়মনসিংহ রেলস্টেশন। এই ইজেডে প্রায় ৩৮ হাজার লোকের কর্মসংস্থান হবে।
আরও পড়ুন