ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইটকাঠের শহীদ মিনারে পথ শিশুদের শ্রদ্ধা নিবেদন (ভিডিওসহ)

প্রকাশিত : ১৮:০০, ২১ ফেব্রুয়ারি ২০১৮

সাধ আর সাধ্যের বিশাল পার্থক্য থাকলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার কমতি নেই ছিন্নমূল পথশিশুদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল আর ইট-কাঠ সংগ্রহ করে তারা তৈরী করেছে শহীদ মিনার। আর তাতেই মনের মাধুরী মিশিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে এসব পথশিশুরা।

সমাজে শ্রেণী বৈষম্য থাকলেও শহীদদের প্রতি সবার আবেগের নদী এক সাগরে মিলিত হয় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলে শহীদ মিনারে সারিবদ্ধ হয়ে শ্রদ্ধা জানিয়েছে।

তবে ব্যতিক্রমী ছিল গরীব ও পথশিশুরা। কেউ লেগুনা গাড়ির চালকের সহকারী, কেউ টোকাই, কেউ দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে। পড়ালেখার সুযোগ না পেলেও ভাষা শহীদদের প্রতি ভালবাসার কমতি নেই তাদের। সবাই মিলে টাকা দিয়ে ফুল কিনে আর ইটকাঠ সংগ্রহ করে তৈরী করেছে ভালবাসার শহীদ মিনার।

 

//আরকে/এস এইচ এস

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি