ইটিভিতে ভাঙচুরের হুমকি, অভিযুক্ত মিঠুকে দায়িত্ব থেকে সরালো জামায়াত
প্রকাশিত : ১৬:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

পেশাগত দায়িত্বপালনের সময় একুশে টেলিভিশনের ক্যামেরা পার্সন মোহাম্মদ রুমি হাসান তালুকদারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের স্টাফ সাইফুল ইসলাম মিঠু। এসময় মোহাম্মদ রুমি হাসানকে চাকরিচ্যুত না করলে একুশে টেলিভিশন ভাঙচুরের হুমকিও দেন অভিযুক্ত মিঠু। এই ঘটনায় সাংগঠনিক পদ থেকে অভিযুক্ত মিঠুকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি। একইসঙ্গে দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি কামরুল আহসান হাসানের পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টায় ঢাকা মহানগরী দক্ষিণ অফিসের সামনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান পেশাগত দায়িত্বপালনের আসা একুশে টেলিভিশনের ক্যামেরা পার্সন মোহাম্মদ রুমি হাসান তালুকদারের সাথে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের স্টাফ সাইফুল ইসলাম মিঠু যে অপেশাদার আচরণ করেছেন তা অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে উপস্থিত নেতৃবৃন্দ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিষয়টি মিমাংসা করে দেন এবং সাইফুল ইসলাম মিঠুর ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
এতে আরও বলা হয়, অনুষ্ঠান শেষে, তাৎক্ষনিকভাবে তাকে অফিসিয়ালি প্রচার বিভাগের স্টাফের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। একইসঙ্গে সাংগঠনিকভাবেও তার সদস্য পদ স্থগিত করা হয়।
ওই বিবৃতিতে আরো জানানো হয়, আমাদের কর্মসূচি গুলোতে সাংবাদিকবৃন্দের দায়িত্ব পালনের ব্যাপারে অতীতের মত আমরা ভবিষ্যতেও সচেতন থাকব।
এমবি//