ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

ইটিভির কর্মী আবদুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ১২ এপ্রিল ২০২২

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারানো একুশে টেলিভিশনের অফিস সহকারি আবদুর রহমান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী ১২ এপ্রিল। তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

তিনি ২০১৬ সালের জানুয়ারী মাসে একুশে টেলিভিশনে কর্মজীবন শুরু করেন।

২০২১ সালের এ দিনে সকাল ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে মালবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি। 

আবদুর রহমান বাজার করার উদ্দেশ্যে ওই দিন রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। সেসময় একটি মালবাহী ট্রেন উল্টোপথে পেছনের দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার গ্রামের বাড়ি কুমিল্লা। মৃত্যুকালে স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন আব্দুর রহমান। 

ফাইল ভিডিও:

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি