ইটিভির ৩ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক
প্রকাশিত : ২১:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ২২:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/11-2502121558.jpg)
সম্প্রতি দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ইউটিউবে চ্যানেলের ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে। নানা চড়াই উতরাই পেরিয়ে এই মাইলফলক ছুঁয়েছে একুশে টিভি। টেলিভিশনটির এই অর্জন উদযাপন করেছে একুশে পরিবার।
কেক কেটে ডিজিটাল টিমকে অভিনন্দন জানান একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। তিনি আশা প্রকাশ করেন, পর্দার মতো ডিজিটাল প্ল্যাটফর্মেও সবসময় শীর্ষস্থান ধরে রাখবে একুশে টিভি । এসময় আরও নতুনত্ব আনার ঘোষণাও দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। একুশে টেলিভিশনকে আরো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ, ডিজিটাল বিভাগের প্রধান কামাল শাহরিয়ার, বার্তা সম্পাদক রিয়াজ উদ্দীনসহ টেলিভিশনের সকল বিভাগের প্রতিনিধিরা। একুশে পরিবারের পক্ষ থেকে দর্শক, বিজ্ঞাপনদাতাসহ সকলকে ধন্যবাদ জানান তারা।
টিভি দর্শকদের পাশাপাশি ডিজিটাল মাধ্যমের দর্শকদের কথা চিন্তা করে ২০১৩ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরে করে একুশে টেলিভিশন ইউটিউব চ্যানেল। এরপর দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে ১১ বছর পর ৩০ লাখ সাবস্ক্রাইবার ছাড়ায় একুশে টিভির ইউটিউব চ্যানেল। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শত বাধা উপেক্ষা করে বর্তমানে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এটি।
দীর্ঘদিন থেকে ইউটিউবে সংবাদের পাশাপাশি নাটকসহ বিভিন্ন ধরণের বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করেছে আসছে একুশে টেলিভিশন। উচ্চমানের অডিওভিজ্যুয়ালের এসব অনলাইন কন্টেন্ট দিন দিন টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবেও দর্শকশ্রোতাদের মাঝে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। এ কারণেই নিয়মিত বাড়ছে ইউটিউব পেজের ‘সাবস্ক্রাইবার’।
এমবি//