ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২৫

ইডেন ছাত্রী অপহরণ নিয়ে একুশে টিভির নামে প্রচারিত কার্ডটি ভুয়া, জানাল রিউমার স্ক্যানার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২৭ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:০৭, ২৭ জানুয়ারি ২০২৫

ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ২৭ জানুয়ারি রাতে হল ছেড়ে মূল সড়কে নেমে আসেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন।

এরই প্রেক্ষিতে ‘ইডেনের ৩ ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

তবে রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেকে বের হয়ে আসে, ফেসবুক কার্ডটি ভুয়া। 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, একুশে টিভি “ইডেনের ৩ ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে” শীর্ষক শিরোনামে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, একুশে টিভি’র ডিজাইন নকল করে উক্ত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি’র লোগো দেখা যায় এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৭ জানুয়ারি ২০২৪ এর কথা উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে একুশে টিভি’র ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, আলোচিত ফটোকার্ডটির সাথে একুশে টিভি’র প্রচলিত ফটোকার্ডের টেক্সট ফন্ট ও ডিজাইনের ভিন্নতা রয়েছে।

পরবর্তীতে বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে একুশে টেলিভিশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে গণমাধ্যমটি জানায়, তারা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

এদিকে ফটোকার্ডটির তথ্যের উৎপত্তি সম্পর্কে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের মধ্যকার সংঘর্ষ চলাকালে ২৭ জানুয়ারি রাত ২:১৯ মিনিটে’ মহিউদ্দিন আহমেদ’’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে “ইডেন ও বদরুন্নেসা কলেজের কিছু শিক্ষার্থী বোনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সন্ত্রাসীরা তলে নিয়ে গেছে” শীর্ষক দাবিতে একটি পোস্ট (আর্কাইভ) প্রচার করা হয়। 

এছাড়াও, রাত ২:৪৮ মিনিটে Sushanta Das Gupta নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও উক্ত বিষয়টি নিয়ে একটি পোস্ট (আর্কাইভ) করা হয়। উক্ত দাবি সম্বলিত পোস্টগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই একুশে টিভি’র নামে আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়।

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

সুতরাং, “ইডেনের ৩ ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে” শীর্ষক শিরোনামে একুশ টিভি’র নামে ইন্টারনেটে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি