ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতালি ফেরত প্রবাসীরা করোনায় আক্রান্ত নন: আইইডিসিআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১৪ মার্চ ২০২০ | আপডেট: ২৩:৩৩, ১৫ মার্চ ২০২০

আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা- ফাইল ছবি

আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা- ফাইল ছবি

Ekushey Television Ltd.

ইতালি থেকে শনিবার সকালে যারা দেশে ফিরেছেন তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটি পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

আজ সকালে শতাধিক যাত্রী নিয়ে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ঢাকায় ফেরা ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে কারও শরীরেই করোনা ভাইরাস পাওয়া যায়নি।

মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, প্রাথমিকভাবে কারও দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহে কোয়ারেন্টাইনে রাখা হবে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি