ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইতালির কাছে পাত্তাই পেলো না ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৭ সেপ্টেম্বর ২০২৪

উয়েফা নেশন্স লিগে ইতালির কাছে পাত্তাই পেলো না ফ্রান্স। ৩-১ গোলে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো আর্জুরিরা।

নিজের মাঠে শুরুটা দুর্দান্ত ছিলো স্বাগতিক ফ্রান্সের। প্রথম মিনিটেই গোলের দেখা পায় দলটি। স্কোরশিটে নাম তোলেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড বার্ডলি বারকোলা। 

গোল শোধে মরিয়া ইতালি সফলতা পায় ৩০ মিনিটে। দলকে সমতায় ফেরান ফেডেরিতো ডিমার্কো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। 

বিরতির পর বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে সুবিধা করতে পারেনি ফ্রান্স। হজম করেছে আরও দুই গোল। ৫০ মিনিটে ডেভিড ফ্রাটেসি আর ৭৪ মিনিটের দুর্দান্ত গোলে ইতালিকে বড় জয় এনে দেন গিয়াকোমা রাসপাডোরি।

ম্যাচের ৫০তম মিনিটে দারুণ আক্রমণ থেকে রেতেগির পাসে ছুটে গিয়ে বক্সে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে গোল করেন ফ্রাটেসি। 
 
আর ৭৪ মিনিটে সতীর্থের পাস বক্সে পেয়ে ফরাসি ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন রাসপাডোরি। 

তাতে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় পেলো ইতালি। মাঝে তিন ম্যাচের দেখায় সবগুলোতেই হেরেছিল আর্জুরিরা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি