ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইতালির ফুটবলার ড্যানিয়েল রসির জন্মদিন আজ

প্রকাশিত : ১৫:৪৭, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ২৪ জুলাই ২০১৬

ড্যানিয়েল রসি। ইতালির পেশাদার ফুটবলার। বর্তমানে রোম শহরে খেলছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ১৯৮৩ সালে আজকের এই দিনে ইতালির রোম শহরে জন্মগ্রহন করেন তিনি। ইতালিয়ান ডিফেন্সিভ ফুটবলার ড্যানিয়েল ডি রসি। সবাই ভালোবেসে  রসি নামেই ডাকেন তাকে। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে পছন্দ করতেন তিনি। ১৯৯৭ সালে প্রথম ফুটবল খেলা শুরু করেন ওস্তিয়া মারে ক্লার্বের জার্সিতে। ক্যারিয়ারের শুরুতে স্টাইকার হিসেবে খেলা শুরু করলেও পরবর্তীতে খেলেন মিডফিল্ডার হিসেবে। আর খুব কম সময়ে ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। যুব ক্যারিয়ারে ২০০০ সাল পর্যন্ত খেলেন ওস্তিয়া মারে ক্লাবের সঙ্গে। এরপর এক মৌসুমের জন্য যোগদেন রোম হয়ে। যুব ক্যারিয়ারে রোমার জার্সিতে খেলার সময় ম্যানেজারের নজর কাড়লে ডাক পান বয়সভিত্তিক দলে। আর ২০০১ সাল থেকে খেলে যাচ্ছেন এই ক্লাবে হয়ে। এপর্যন্ত ৩৮২টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৩৭টি। রসির খেলা শুরু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিলো না খেলেন ইতালি অনুর্ধ্ব-১৯, ২০ ও ২১ দলে। আর ২০০৪ সাল থেকে খেলে যাচ্ছেন ইতালির জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে এপর্যন্ত ১০৬টি ম্যাচ খেলে গোল করেছেন ১৮টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি