ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ইতালির বিপক্ষে অনিশ্চিত মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ২৩ মার্চ ২০১৮

ইংল্যান্ডের ম্যানচেস্টারে শুক্রবার রাত পৌনে দুইটায় ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কিন্তু বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে থাকা লিওনেল মেসিকে আর্জেন্টিনার আকাশি জার্সিতে নাও দেখা যেতে পারে। কেননা তিনি ইনজুরিতে রয়েছেন।

আর্জেন্টিনার সেরা এই তারকা হ্যামস্টিং ইনজুরিতে ভূগছেন। তাই তাকে ইতালির বিপেক্ষে নাও দেখা যেতে পারে। যেমনটা জানিয়েছেন আর্জিন্টিনার কোচ সাম্পাওলি।

আর্জেন্টিনার কোচ সাম্পাওলি জানান, মেসি খেলবেন তিনি এ বিষয়ে আশাবাদী। তবে মেসি যেহেতু ১০০ ভাগ ফিট হননি তাই তার মাঠে না নামার সম্ভাবনাও আছে ।

তিনি আরোও জানান, মেসিকে যদি বসে থাকতে হয় তাহলে তার সম্ভাব্য বিকল্প হিসেবে মাঠে নামবে বানেগা।

উল্লেখ্য যে, ইতালির পরে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা ।
সূত্র: ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম মার্কা

এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি