ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ-ভারত সম্পর্ক

ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ মোদির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছেন। বিমসটেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে মোদীর প্রতি পরিবেশের ক্ষতি করা বক্তব্য পরিহার করারও আহ্বান জানান।

বৈঠকের পর এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, "মোদী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জনগণ-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দিয়েছেন।" 

তিনি বলেন, "দুদেশের দীর্ঘ দিনের সহযোগিতা ইতিবাচক ফলাফল এনেছে এবং এই মনোভাব থেকে, বাংলাদেশের সঙ্গে বাস্তবভিত্তিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারত দৃঢ় সংকল্পাবদ্ধ।"

মোদী আরও বলেন, "বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অবিচল; একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার দিকে আমরা একযোগে কাজ করব।"

বিক্রম মিশ্রি বলেন, "প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দুদেশের মধ্যে চলমান আলোচনাগুলি পারস্পরিক স্বার্থে আরও গভীর ও ফলপ্রসূ হবে, এবং সম্পর্কের উন্নয়নে গঠনমূলক আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান হবে।"

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ জানিয়ে মোদী সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। আশা করি, বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ঘটনার সঠিক তদন্ত করবে।"

সীমান্ত নিরাপত্তার বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। মোদী সীমান্তের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি, বিশেষ করে রাতের বেলা বৈধ সীমান্ত পারাপার বন্ধ করার আহ্বান জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক দ্বিপক্ষীয় আলোচনা প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে তারা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে এবং সহযোগিতা এগিয়ে নিতে পারে।

বিমসটেকের পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ায় মোদী বাংলাদেশকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরও সমৃদ্ধ হবে। দুই নেতা আঞ্চলিক সমন্বয় উন্নয়নে সংলাপ এবং সহযোগিতা ত্বরান্বিত করার বিষয়ে একমত হন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি