ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

ইতিহাস গড়লেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১০ ডিসেম্বর ২০১৮

লিওনেল মেসি। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা। যিনি বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক। একের পর এক রেকর্ড নিজের নামে করে চলেছেন তিনি। এবার কাতালান ডার্বিতে এসপানিওলের বিপক্ষে জোড়া গোল করে লা লিগার ইতিহাসে নতুন এক কীর্তি যোগ করলেন ফুটবলের জাদুকর।
শনিবার এসপানিওলের বিপক্ষে ফ্রি-কিক থেকে জোড়া গোল করেছেন মেসি। প্রথমার্ধে করা নিজের প্রথম গোলটি করেই লা লিগায় গোলের দুই অংকে পৌঁছার পাশাপাশি লা লিগায় একটা রেকর্ডও গড়া হয়ে গেছে তার। লা লিগায় টানা ১৩ মৌসুমে ১০ বা তার অধিক গোল করা একমাত্র খেলোয়াড় এখন এই তারকা।
এছাড়া এই ম্যাচে নিজের প্রথম গোলের মতো দ্বিতীয় গোলটিও ফ্রি-কিক থেকে করেছেন, যা মেসির ক্যারিয়ারে প্রথম। চলতি বছরে ফ্রি-কিক থেকে মেসির গোল হলো ১০টি! এটাও একটা রেকর্ড।
মেসির জোড়া গোল আর লুইস সুয়ারেস ও উসমান দেম্বেলের গোলে ৪-০ ব্যবধানে জয়ে পায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি