ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইতিহাস গড়া হলো না টাইগ্রেসদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৯ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ০৯:০৪, ৯ ডিসেম্বর ২০২৩

প্রথমবারের মতো বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়া হলো না বাংলাদেশ নারী দলের। 

শেষ ম্যাচে টাইগ্রেসদের ৮ উইকেটে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো দক্ষিণ আফ্রিকা।

প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়েই ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হয় পরিত্যক্ত। শুক্রবার কিম্বার্লিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে রেকর্ড গড়ার লক্ষ্যে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নিগার সুলতানার দল। 

৬ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪২ রান করে লতা মন্ডল। 

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সুলতানারা। ৪ রানেই হারায় ওপেনার মুর্শিদা খাতুন ও তিন নম্বরে ক্রিজে আসা সোবহানা মোস্তারির উইকেট। এরপর ১৭ রানে ফিরে যান আরেক ওপেনার শামিমা সুলতানা। 

আশা ভরসার প্রতীক জ্যোতিও এদিন হতাশ করেছেন। ২০ বলে ১১ রান করে অধিনায়ক নিগার আউট হলে বাংলাদেশ পড়ে হুমকির মুখে। শেষ ৩৪ বলে বাংলাদেশ তোলে ৪৮ রান। যে রান এসেছে মূলত লতা ও স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। দুজনে মিলে গড়েছেন ৩১ বলে ৪৬ রানের জুটি। ৪২ রান করেন লতা। 

জবাবে, নাহিদা-মারুফাদের নির্বিষ বোলিংয়ে মাত্র ২ উইকেট হারিয়ে ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। আনিকা বোশ (৫২) ও অধিনায়ক লরা ৪৯ রান করেন।

উইকেট দুটি নিয়েছেন মারুফা আক্তার ও শরিফা খাতুন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি