ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইতিহাস বিকৃতি নিয়ে মোদি সরকারের সমালোচনায় মমতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩০, ৩০ ডিসেম্বর ২০১৭

সাম্প্রদায়িকতা এবং ইতিহাসের বিকৃতি নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বধীন বিজেপি সরকারের কড়া সমালোচনা করছেন ইতিহাসবিদেরা। এবার সেই তালিকায় যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস কংগ্রেসের উদ্বোধন হয়েছে। শুক্রবার নজরুল মঞ্চে তার বিশেষ অধিবেশনে বক্তা ছিলেন মমতা। সেখানে তিনি বলেন, তথ্য বিকৃত করে ইতিহাসকে নতুন ভাবে লেখার চেষ্টা চলছে। তাতে কারও কারও রাজনৈতিক অভিসন্ধি সফল হতে পারে। কিন্তু সমাজ উপকৃত হবে না।
তথ্যের বিকৃতিকে অপরাধ হিসেবেও মন্তব্য করেছেন তিনি। তথ্যের সংরক্ষণে এ দিনই জাতীয় রেকর্ড কমিশনের ধাঁচে রাজ্যে রেকর্ড কমিশন গড়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।ইতিহাসকে বদলে দেওয়ার অভিযোগের পাশাপাশি তুলে আনলেন ধর্মের নামে পিটিয়ে মারার ঘটনা, হাঙ্গামার প্রসঙ্গও।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি