ইতিহাস সৃষ্টি করল অস্ট্রেলিয়া
প্রকাশিত : ১৫:৩১, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৫০, ৪ সেপ্টেম্বর ২০১৭
প্রায় ৪০ বছর পর প্রথমবারের মতো একজন পেসার নিয়ে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এর আগে ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র পেস বোলার হিসেবে জেফ থমসনকে নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ বাঁচাতে একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। এর আগে শ্রীলঙ্কা-ভারতে স্পিন সহায়ক উইকেটে খেলেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কায় ধবল ধোলাইয়ের পর ভারতে সিরিজ হেরেছে। কিন্তু শ্রীলঙ্কা-ভারতে যা করেনি, বাংলাদেশে এসে তা-ই করল অস্ট্রেলিয়া টিম।
আরও একটি ব্যতিক্রমী ঘটনা আজ ঘটেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে। সেটি হলো ১৯৩৮ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং বল শুরু করেন একজন স্পিনার। ৭৯ বছর আগে ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরুতেই বোলিং করতে এসেছিলেন বিল ও’রিল, যিনি ক্রিকেটে পরিচিত ছিলেন ‘টাইগার’ রিল নামে। টাইগারের পর একই উদাহরণ হলেন নাথান লায়ন।
নাথান লায়ন অবশ্য ভালোই থাবা বসিয়েছেন বাংলাদেশের ইনিংসে। লাঞ্চের আগে তিনটি এবং লাঞ্চের পর নেন আরো একটি উইকেট।
আর/ডব্লিউএন