ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইতিহাসে প্রথম ...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ৩১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১১:৪৭, ৩১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান নতুন কোচ খুঁজছে। যদিও পছন্দের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন। তবে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দিতে পারেনি তারা। এ অবস্থায় দলের অনলাইন কোচ হিসেবে ফিরতে পারেন মিকি আর্থার। যদিও তিনি বেশিরভাগ সময়ে ভার্চুয়ালি প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেবেন বলে জানা গেছে। যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। অনলাইন কোচ হিসেবে তিনিই আত্মপ্রকাশ করতে পারেন। 

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্থার ডার্বিশায়ার কাউন্টি দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। পাকিস্তান দলের দায়িত্ব নিলেও তিনি সব সময় সশরীরে মাঠে থাকবেন না। পিসিবি তার সহকারী কোচ নিয়োগ করবে, যিনি পাকিস্তান দলের সঙ্গে মাঠে সারাক্ষণ হাজির থাকবেন। যদিও ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে আর্থারকে দেখা যাবে বাবর আজমদের সঙ্গে।

কিছুদিন আগেই এক সাংবাদিক সম্মেলনে পিসিবি প্রধান নাজাম শেঠি জানিয়েছিলেন যে, আর্থারকে পাকিস্তানের কোচ হিসেবে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তার পরেই মিকির অনলাইনে কোচের দায়িত্ব পালনের বিষয়টি সামনে আসে।

আর্থার প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, “একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমি নিজে মিকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি এবং আলোচনা ৯০ শতাংশ এগিয়ে গিয়েছে। অনেকগুলো বিষয়ে নজর দিতে হচ্ছে। আশা করি তাড়াতাড়িই ভালো খবর শোনাতে পারব। যদি মিকি আসে ও নিজের (সাপোর্ট স্টাফের) টিম গড়ে নেবে। আমাদের শুধু দেখতে হবে তাদের পারিশ্রমিক কতটা দিতে হবে।”

আগামী ২-৩ দিনেই বিষয়টার সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি