ইথিওপিয়া থেকে বিদেশে শিশু দত্তক নিষিদ্ধ
প্রকাশিত : ০৯:৫৬, ১১ জানুয়ারি ২০১৮
ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া শিশুরা বিদেশে অবহেলা ও নির্যাতনের মধ্যে বড় হচ্ছে, এমন আশঙ্কায় সে দেশ থেকে বিদেশি নাগরিকদের শিশু দত্তক দেওয়া নিষিদ্ধ করেছে দেশটি।
মার্কিন নাগরিকরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দত্তক নেওয়া শিশুর সবচেয়ে বড় উৎসই হল ইথিওপিয়া। আমেরিকাতে আন্তর্জাতিকভাবে দত্তক নেওয়া শিশুদের প্রায় কুড়ি শতাংশই সে দেশের।
ইথিওপিয়া থেকে যারা শিশু দত্তক নিয়েছেন, সেই তালিকায় আছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিও।
তবে ২০১৩ সালে আমেরিকাতে এক দম্পতি ইথিওপিয়া থেকে দত্তক নেওয়া একটি শিশুকে হত্যার দায়ে দোষীও সাব্যস্ত হয়েছিলেন। ইথিওপয়ার রাজধানী আদিস আবাবা থেকে বিবিসির ইম্যানুয়েল ইগুনজা বলছেন, সেই মামলার সূত্র ধরেই ইথিওপিয়া থেকে বিদেশিদের শিশু দত্তক নেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছিল।
দুবছর আগে ডেনমার্কও ইথিওপিয়া থেকে শিশু দত্তক নেওয়া বন্ধ করে দিয়েছিল। সেই সিদ্ধান্ত ঘিরেও বিতর্ক হয়েছিল, তবে ডেনমার্ক বলেছিল এই দত্তক নেওয়ার সঙ্গে সম্ভাব্য শিশু পাচারের সম্পর্ক থাকতে পারে বলে তারা সন্দেহ করছে।
সূত্র: বিবিসি/
একে//এসএইচ
আরও পড়ুন