ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইনজামাম-আকমলরা চুল কাটান ১৫ কাঁচির ধারে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ১৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০১৭

সাদিক আলি একজন হেয়ার স্টাইলিস্ট। প্রতিদিন চুল কাটেন ২০ জনের। নিয়মিত সেবা গ্রহিতার মধ্যে রয়েছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার উমর আকমল, সোহেল তানভির, ইনজামাম উল হকসহ আরো অনেকে। একেক জনের কাছ থেকে নেন ১ হাজার রুপির সমপরিমাণের টাকা।

প্রতিদিন তার কাছে চুল কাটতে ভিড় জমান অনেকেই। সবার অবশ্য ভাগ্য হয় না তার কাছে চুল কাটানোর।

প্রশ্ন জাগতে পারে কি এমন গুণ তার, যার জন্য এত ভিড়। কারণ আর কিছুই নয়। তার ব্যতিক্রমী চুল কাটা পদ্ধতিই আকর্ষণের মূল কারণ।

জানা যায়, এই হেয়ার স্টাইলিস্ট একসঙ্গে ১৫ কাঁচি ধরে চুল কাটেন। আর এ কারণেই পাকিস্তানের লাহোরের বাসিন্দা ৩৩ বছরের এই হেয়ার স্টাইলিস্টের কাছে একবার না একবার চুল কাটার অভিজ্ঞতার শরিক হতে চান অনেকে।

সাদিক জানান, এক চীনা হেয়ারড্রেসারকে দেখে এভাবে একসঙ্গে এতগুলো কাঁচি চালাতে উৎসাহ পান সাদিক। তবে সেই হেয়ার  ড্রেসার একসঙ্গে চালাতেন ১০টি কাঁচি। তাকে টপকে গিয়ে একসঙ্গে ১৫টি কাঁচি চালান সাদিক।

এই পদ্ধতি আয়ত্ত করতে সাদিকের লেগেছে পাঁচ বছর। আর ১৫ বছরের ক্যারিয়ারে এখন তিনি খ্যাতির চূড়ায় রয়েছেন।

কেআই/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি