ইনানীতে দানা’র প্রভাবে ভেঙে পড়ল নৌবাহিনীর জেটি
প্রকাশিত : ১৩:১৭, ২৪ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৩:২৭, ২৪ অক্টোবর ২০২৪
ঘূর্ণিঝড় দানার প্রভাবে কক্সবাজারের ইনানীতে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে নৌবাহিনীর জেটি। জোয়ারের পানির তোড়ে একটি বার্জের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আজ বৃহষ্পতিবার সকালে জেটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তানভীর হোসেন। তিনি জানান, মধ্যরাতে পূর্ণ জোয়ার চলাকালে প্রচণ্ড ঢেউয়ে জেটির সাথে বাঁধা একটি ছোট বার্জ ধাক্কা খায়। এতেই জেটিটি ভেঙে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, বার্জটি জেটির সাথে বার বার ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এসময় জেটিতে কিংবা বার্জে কেউ ছিল না।
এদিকে গত বছর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক জাহাজ আসা যাওয়া করছিল ওই জেটি দিয়ে। এখন জেটি ভেঙে যাওয়ায় সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণেও দেখা দিয়েছে বিপত্তি।
আরও পড়ুন