ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে নাপোলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১ মে ২০১৭ | আপডেট: ০৯:৪৯, ১ মে ২০১৭

ইতালিয়ান ফুটবল লিগ সিরি আ’ তে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে নাপোলি।
প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দু’দল। ৪৩ মিনিটে নাপোলির হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড হোসে ক্যালেজোন। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় ঘরের মাঠে খেলতে থাকা ইন্টার মিলান। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ৩৪ ম্যাচে ২২ জয়ে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নাপোলি। আর ৬৭ পয়েন্টে ইন্টার মিলান রয়েছে ৭ নম্বরে।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি