ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি

আকাশ উজ্জামান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১০ জুন ২০২৩ | আপডেট: ০৮:৫২, ১০ জুন ২০২৩

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রাতে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। গার্দিওয়ালার সিটির সামনে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের হাতছানি। আর ইন্টারের সামনে চতুর্থ শিরোপা জয়ের সুযোগ। তুরস্কের ইস্তানবুলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালের মঞ্চে ম্যানচেস্টার সিটি। এর আগে কখনোই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছুঁতে পারেনি সিটিজেনরা। 

২০১১-১২ মৌসুম থেকে এ পর্যন্তছয়বার প্রিমিয়ার লিগ জিতেছে ম্যানসিটি। মূলত: ২০০৮ সালে মালিকানা পরিবর্তনের পরই বদলে যাওয়ার শুরু। 

তবে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এখনো অধরাই রয়ে গেছে। বারবারই গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেও নক-আউটে এসে খেই হারিয়ে ফেলে দলটি। ২০২১ এ চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনালে চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ম্যানসিটির। এবার ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে আর ভুল করতে চায়না গার্দিওয়ালার শিষ্যরা।

পারফরমেন্স বিবেচনায় ম্যানসিটিই এগিয়ে। এ মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরাপা ঘওে উঠেছে। এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইংলিশ ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে ট্রেবল জয়ের হাতছানি সিটিজেনদের সামনে।

দারুন ছন্দে থাকা হ্যালন্ড, ডি ব্রুইনা, গুন্দুয়ান, আলভারেজরা ইস্তানবুলের সবুজ গালিচায় উৎসব করতে চায়।

তবে প্রতিপক্ষ ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগের বড় নাম। এর আগে তিন তিন বার শিরোপা ঘরে তুলেছে ইতালিয়ান ক্লাবটি। শেষটা ২০১০ সালে। ১৩ বছর পর আবারো শিরোপা খুব কাছে ইনজাগির শিষ্যরা। 

সিরি আ চ্যাম্পিয়ন স্বদেশি এসি মিলানকে হারিয়েই ফাইনালে ইন্টার। মহারণ তাই ইন্টারের কাছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী।  

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি