ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার করবেন যেভাবে
প্রকাশিত : ১৩:৪২, ২৩ মে ২০১৮ | আপডেট: ০৯:৫৭, ৩০ মে ২০১৮

সম্প্রতি জি-মেইলে বেশ কিছু নতুন ফিচার যোগ হয়েছে। সদ্য সমাপ্ত গুগলের ডেভেলপার কনফারেন্সে জিমেইলকে ঢেলে সাজানোর ঘোষণা দেওয়া হয়েছিল। এর মধ্যে নতুন ফিচার জি-মেইলকে দিয়েছে নতুনত্ব। তবে যে ফিচারটি সবচেয়ে উপকারি বলে মনে করা হচ্ছে, তা হল অফলাইনে অর্থাৎ ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে জি-মেইল। ইন্টারনেট ছাড়া জি-মেইলে মেইল পড়া যাবে, এমন কি লেখাও যাবে, ডিলিট করা যাবে এবং যেকোনো চিঠিপত্র পাঠানো যাবে। অফলাইনে জি-মেইল ব্যবহার করতে হলে যা করবেন? আসুন জেনে নিই নতুন নির্দেশনাগুলো-
জি-মেইলের এই বিশাল সুবিধা ব্যবহার করতে চাইলে প্রথমে আপনাকে গুগল ক্রোমের ভার্সন ৬১ ডাউনলোড করতে হবে।
এরপর জি-মেইলে ঢুকে উপরের ডান পাশে থাকা সেটিংস আইকনে ক্লিক করুন।
আবার সেখানে একটি সেটিংস ট্যাপ ওপেন হবে। এতে ক্লিক করুন।
মেন্যুবারের শেষের দিকে ডান পাশের অফলাইন অপশনে ক্লিক করুন।
এরপর `ইনঅ্যাবল অফফাইন মেইল` অপশন চালু করুন।
প্রয়োজন অনুযায়ী ইচ্ছেমতো সেটিংসও পরিবর্তন করতে পারবেন।
কেআই/
আরও পড়ুন