ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ইন্টারনেটের স্পিডে ১১০ দেশের মধ্যে ১০৩ এ বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ৪ অক্টোবর ২০২১ | আপডেট: ১১:০৩, ৪ অক্টোবর ২০২১

বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩ তম। দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান এমনকি নেপালের চেয়েও পিছিয়ে বাংলাদেশ। এমনটাই উঠে এসেছে ২০২১ সালের 'ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স' শীর্ষক সূচকে।

২০২০ সালের তুলনায় এবার বাংলাদেশের অবস্থানের ২৫ ধাপ অবনতি হয়েছে। এই সূচকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান ১০৩, আর এশিয়ার ৩২টি দেশের মধ্যে  ৩০তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৫৯তম, নেপালের ৮৭তম, শ্রীলঙ্কার ৮৮তম এবং পাকিস্তানের অবস্থান ৯৭তম স্থানে।

তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের নাম। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম। 

ছয় নম্বরে রয়েছে সিঙ্গাপুরের নাম। শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্য।

তালিকার শীর্ষ দশের মধ্যে ছয়টিই ইউরোপের দেশ। আর প্রথম ৫০টি দেশের মধ্যে ইউরোপের বাইরে রয়েছে মাত্র ১৮টি দেশ।

এই সূচক প্রকাশ করেছে সার্ফশার্ক নামের খ্যাতনামা একটি ভিপিএন পরিষেবা সংস্থা।

পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়েছে। এগুলো হল, ইন্টারনেটের সামর্থ্য, ইন্টারনেটের মান, ইলেকট্রনিক অবকাঠামো, ইলেকট্রনিক নিরাপত্তা এবং ইলেকট্রনিক সরকার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এসবি/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি