ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ার জঙ্গি হামলায় তিন পরিবার দায়ী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ১৫ মে ২০১৮

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক জঙ্গি হামলার পেছনে তিনটি পরিবার জড়িত বলে জানা গেছে। আর তিনটি পরিবারেরই আইএসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তদন্তশেষে জানিয়েছে পুলিশ।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সারাবাইয়াতে ২৪ ঘণ্টার মধ্যে গির্জা ও পুলিশ সদর দফতরে হামলার পেছনে ওই তিন পরিবার দায়ী, এমনটিই জানিয়েছে পুলিশ। গত সোমবার ৫ সদস্যের একটি পরিবার পুলিশ সদর দফতরে হামলা চালায়। এতে অন্তত ১০ পুলিশ আহত হন।

ওই হামলার ঘটনায় পুলিশ ত্রি মুরটিনো এবং তার স্ত্রী তি এরনাওয়াট্টিকে শনাক্ত করেছে। তাদের দুই ছেলের বয়স ১৮ এবং ১৪। তাদের মেয়ের বয়স ৭ বছর। ওই মেয়েটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পুলিশ দফতরে বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশের মুখপাত্র ফ্রান্স বারোয়াং ম্যানজিরা এমনটাই জানিয়েছেন। এদিকে তিনটি গির্জায় হামলার ঘটনায় দায়ী দুই পরিবারেরও খোঁজ পেয়েছে পুলিশ। তাদের সঙ্গেও আইএসের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি