ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সুনামির শঙ্কায় ৬টি বিমানবন্দর বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১ মে ২০২৪ | আপডেট: ১৪:৫৮, ১ মে ২০২৪

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ছয়টিরও বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সুনামি আশঙ্কায় কর্তৃপক্ষ হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নিচ্ছে।

এদিকে অগ্ন্যুৎপাতের ছাই মালয়েশিয়ার বোর্নিও দ্বীপ পর্যন্ত ছড়িয়ে গেছে। 

বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। মাউন্ট রুয়াং থেকে মঙ্গলবার তিন দফা অগ্ন্যুৎপাত হয়। লাভা ও ছাই আকাশের পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ ১২ হাজার স্থানীয়কে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে। এদিকে, অগ্ন্যুৎপাতের পর ছাই ও লাভা সমুদ্রে পড়ার কারণে সুনামির আশঙ্কা করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি