ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২২ জুন ২০১৮

ইন্দোনেশিয়ার এক ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে। ২০০৬ সালে দেশটির রাজধানী জাকার্তার একটি রেস্টুরেন্টে আত্মঘাতী হামলা চালানোর দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, আইএসআইএল জঙ্গিরা ওই ক্যাফেতে হামলা চালায়।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আমান আব্দুররহমান। পুলিশ ও মামলার প্রসিকিউটররা জানিয়েছে, আমান আইএসআইএল’র এক সক্রিয় কর্মী। ৫ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

বিচার চলাকালে আদালত প্রাঙ্গনে আদা সামরিক বাহিনীর সদস্যরা ঘিরে রাখে। এদিকে গতমাসেও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সারাবায়াতে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটে।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি