ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবিতে নিখোঁজ ১২৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ১৯ জুন ২০১৮

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১২৮ জন ব্যক্তি নিখোঁজ আছেন। গতকাল সোমবার সন্ধ্যায় লেক তোবায় এই ফেরিডুবির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার স্থানীয় প্রশাসন গণমাধ্যমে এই নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করে।

উত্তর সুমাত্রা অঞ্চলের টায়াগ্রাস বন্দরের কাছে এই ফেরি ডুবির ঘটনা ঘটে। প্বার্শবর্তী শহর মেদানের উদ্ধারকারী কর্তৃপক্ষের প্রধান বুদিওয়ান বলেন, অনেক লোক জানিয়েছেন যে তাদের স্বজনেরা নিখোঁজ আছেন। আমরা এমন ১২৮ জনের বিষয়ে নিশ্চিত হয়েছি।

তবে আগে ধারণা করা হচ্ছিল যে, ওই ফেরিতে ৮০ জন যাত্রী ছিলেন।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি