ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ১১ ফেব্রুয়ারি ২০১৮

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত কয়েছেন বাস চালকসহ কমপক্ষে ১৬ জন। শনিবার পশ্চিম জাভা প্রদেশের সুবাং অঞ্চলের টাংকুবান পারাহু পর্বতের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পাহাড়ি পথ বেয়ে নিচে নামার সময় বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে বলে পুলিশের ধারণা।

বাসটির অধিকাংশ যাত্রী বানতেন প্রদেশের দক্ষিণ তানগেরাং এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার মূল কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সুবাংয়ের পুলিশ প্রধান বুধি হেন্ডরাত্নো।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি