ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ইন্দোনেশিয়ায় ৭ দিনে মৃত্যু সাড়ে ১২ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৬, ২ আগস্ট ২০২১

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ফিরতি তাণ্ডবের মধ্যে টিকা কার্যক্রম চললেও থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে দক্ষিণ এশিয়ার দ্বীপ সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১৬০৪ জন। এ নিয়ে গত ৭ দিনে দেশটিতে মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৪৪ জনের। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৮৯১ জন।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৯ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার ৩১২ এবং মৃত্যু হয়েছে ৪২ লাখ ৩৯ হাজার ৬৯২ জনের। এ পর্যন্ত ভাইরাসটির কবল থেকে ১৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৮৪৪ জন সুস্থ হলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও ১ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৭৭৬ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৯২৪। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৩৮০ জনের। চিকিৎসাধীন ৫৪ লাখ ৬৬ হাজার ২৫৪ জন।

এর পরের স্থানেই থাকা এশিয়ার জনবহুল দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ থাকলেও তা এখন কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ঘটেছে ৪২৪ জনের। এ সময়ে শনাক্ত হয়েছে ৪০ হাজার ৭৮৪ জন। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৩৬৮ জনে। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৮০৮ জনের। ৩ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৬৮১ জন সুস্থ হলেও এখনও চিকিৎসাধীন ৪ লাখ ২০ হাজার ৮৭৯ জন।

তালিকার তৃতীয়স্থানে থাকা ল্যাটিন আমেরিকার ফুটবলপ্রিয় দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৯ জনের এবং শনাক্ত হয়েছে ২০ হাজার ৫০৩ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ৮৮৬ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫৮। চিকিৎসাধীন ৭ লাখ ৩৫ হাজার ৪৭৯ জন। 

তালিকায় এরপরেই থাকা রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা ও ইতালিতে সংক্রমণ সংখ্যা ৪০ থেকে ৬৫ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে। সংক্রমণে ১৬ নম্বরে থাকা মেক্সিকোতে মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৪০ হাজার। আর ১২ লাখ ৬৪ হাজার ২২৮ সংক্রমণ নিয়ে ২৬ নম্বরে উঠে আসা বাংলাদেশে মৃত্যু ছাড়িয়েছে ২০ হাজার ৯শ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি