ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ইপিজেডও ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১২ এপ্রিল ২০২০

আগামী ২৫ এপ্রিল শনিবার পর্যন্ত দেশের ৮টি ইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ এলাকা) বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেপজার মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর স্বাক্ষরিত বার্তায় জানানো হয়েছে, করোনা পরিস্থিতির উন্নতি না ঘটায় সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে জরুরি শিপমেন্ট, সেবা ও পিপিই প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছাড়া বেপজার অধীন দেশের ৮টি ইপিজেডের বাকি সব কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বেপজা ও ইপিজেডের বিনিয়োগকারীদের সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ আলোচনায় শনিবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তায় আরও বলা হয়, ইপিজেডে বর্তমানে চালু ৪৪৭টি শিল্প কারখানার মধ্যে ৩০৮টি ইতোমধ্যে শ্রমিকদের মার্চ মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে। ৩৪টি কারখানা আজ রবিবার (১২ এপ্রিল) পরিশোধ করবে। অবশিষ্ট কারখানাগুলো ১৬ এপ্রিলের মধ্যেই বেতন-ভাতা পরিশোধ করবে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি